Wednesday, March 28, 2018

আপনার ক্যান্সার হয়েছে কি না, তা নিচের লক্ষণ থেকে জানুন !!

আপনার ক্যান্সার হয়েছে কি না,
তা নিচের লক্ষণ থেকে জানুন !!
আপনার শরীরে কোন রোগ দেখা দিলে শরীর আপনাকে আগাম সংবাদ দিবে । রোগের কিছু লক্ষণ দেখে আপনিই অনুমান করতে পারবেন, আপনার কি হতে পারে । নিচের লক্ষণ গুলোই আপনাকে বলে দিবে, আপনার ক্যানসার হয়েছে । শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন ধরণের ক্যান্সার হতে পারে: ব্রেইন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, বোন ক্যান্সার, স্ক্রীণ ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ফুসফুস ক্যান্সার ইত্যাদি । তবে ক্যান্সার যেখানেই হোক না কেন, কিছু কমন লক্ষণে আপনিই ধারণা করতে পারবেন, আপনার  ক্যান্সার হয়েছে কি না ।

 ঢাকার ক্যান্সার হাসপাতলের ডাক্তাররা ৭টি লক্ষণের কথা বলেছেন:

১. হঠাৎ আপনার শরীরের ওজন কমতে শুরু করবে । কেন কমছে তা বুঝা যাবে না ।

২. হজম বা মল-মূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তণ দেখা দিবে । হঠাৎ পাতলা পায়খানা বা কোষ্ঠ্যকাঠিন্য দেখা দিতে পারে । 

৩. সারাক্ষণ জ্বর বা খুসখুসে কাশি থাকছে, কিন্তু ভালো হচ্ছে না ।

৪. শরীরের কোথাও কোথাও চামড়ার নিচে ফোলা ফোলা মাংশ পিন্ড দেখা যাবে । অনেকটা সাধারণ টিউমারের মতো ।

৫. গলার কন্ঠস্বর ভেঙ্গে গেছে, কিন্তু সাধারণ চিকিৎসায় ভালো হচ্ছে না ।

৬. তিল বা আচিলের হঠাৎ পরিবর্তণ দেখা দিবে । যা আকৃতির ছোট বা বড় হবে বা ফোলে যেতে পারে ।

৭. শরীরের যে কোন অঙ্গ-প্রতঙ্গ থেকে অস্বাভাবিক রক্ত ক্ষরণ হতে পারে । 

উপরের লক্ষণ গুলোর মধ্যে যদি কারো একটি দেখা দেয়, তাহলে তার চিকিৎসায় যদি দুই সপ্তাহের মধ্যে না সেরে যায়, তবে ক্যান্সার বিষয়টি মাথায় নিয়ে ডাক্তারের স্মরণাপন্ন হবেন । আশাকরি, শুরুতেই ভালো হবেন । কোন একটি লক্ষণ শুরুতেই দেখা দিলে, আপনি মনে করবেন না যে, আপনার ক্যান্সার হয়েছে । দুই সপ্তাহের চিকিৎসার পর ধারণা করবেন । সাবধানে থাকতে তো আর দোষের কিছু নেই ।

সূত্র: বাংলাদেশ জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল

No comments: